এবার চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে যাচ্♓ছে বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় রাকিবুল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের অধিনায়কত্বেই খেলবে বাংলাদেশ।
মঙ্গলবা❀র বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘আমরা রাকিবুলকে বেছে নিয়েছি। কারণ, সে দলের সবচেয়ে সꦆিনিয়র খেলোয়াড় এবং মাঠে ছেলেদের ভালো ভাবে পরিচালনা করতে পারে।’
আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকꦦাপে বাংলাদেশকে ꦺচ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন রাকিবুল। বিশ্বকাপে ৬ ম্যাচে ৩.০৫ ইকোনমিতে ১২টি উইকেট নিয়েছিলেন তিনি।
এখন পর্যন্ত ৫টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাকিবুলের। এছাড়া ৮টি লিস্ট এ এবং ১৮টি-টোয🌠়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবমি꧅লিয়ে ৪০টি উইকেট রয়েছে তার ঝুলিতে।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে বিশ্বকাপের &lsquo🦩;এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ বাকিগুলো হচ্ছে ইংল্ꩵযান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত।
যুব বিশ্বকাপের আসর বসবে আগামী ১৪ জানুয়ারি। আর পর্দা নামবে ৫ ফেব্রু🎃য়ারি। ৪৮টি ম্যাচের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ১৬টি দ🔥ল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্ত♔িক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরাব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান শাকিব ও নাইমুর রহমান নয়ন।